শিরোনাম
বিআরটিসি কল্যাণপুর বাস ডিপোর চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান
বিস্তারিত
বিআরটিসি;র বাসগুলো রুটে পরিচালনাকালীন সময়ে চালকদের অসচেতনা, অবহেলো, খামখেয়ালীপনা ও অসুস্থ্য প্রতিযোগীতার কারণে প্রায়শই দূর্ঘটনা পতিত হচ্ছে। এতে একদিকে যেমন যানমালের ক্ষতি হচ্ছে অন্যদিকে বিআরটিসি’র সুনাম ক্ষুন্ন হচ্ছে।
তাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক দূর্ঘটনা রোধকল্পে ও সড়কে শৃঙ্খলা জোরদারকরণের নিমিত্তে অদ্য ০৩/০৯/২০২২ তারিখ রোজ: শনিবার ২.৩০ঘটিকার সময় কর্পোরেশনের বিশেষজ্ঞ কর্মকর্তা, জনাব মো নায়েব আলী, স্যার ইউনিট প্রধান, বিআরটিসি কেন্দ্রীয় মেরামত কারখানা (সিডব্লিউিএস), তেজগাঁও,ঢাকা প্রশিক্ষক হিসেবে কল্যাণপুর বাস ডিপোর চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণসহ পরামর্শ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় কল্যাণপুর বাস ডিপোর ইউনিট প্রধান, জনাব নুর-ই-আলম স্যার এবং কল্যাণপুর বাস ডিপোর শাখা প্রধানগন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কল্যাণপুর বাস ডিপোর চালকগন কর্পোরেশনের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তার প্রশিক্ষণ গুরুত্ব সহকারে শোনেন এবং সে অনুযায়ী গাড়ী চালনার অঙ্গিকার করনে।